ঢাকা

নারী ফুটবলারদের সংবর্ধনা

আরটিভি অনলাইন খেলাধুলা রিপোর্ট

সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০১৬ , ১০:০১ পিএম


loading/img

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপে চূড়ান্তপর্বে জায়গা করে নেয়া ফুটবলারদের সংবর্ধনা দিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।পাশাপাশি তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হলো অর্থ পুরস্কার।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁয়ে তাদের সংবর্ধনা দেয়া হয়।

ঘরের মাঠে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। আসছে সেপ্টেম্বরে থাইল্যান্ডে হবে আসরটি। ওই আসরে সেরা তিন দলের মধ্যে জায়গা করে নিতে পারলে পরবর্তী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশের কিশোরীরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূলপর্বকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হয়েছে।আগামী এক বছর বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দলকে উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। শুধু তাই নয়, এসব ফুটবলারদের জন্য শিগগিরই মাসিক ভাতার ব্যবস্থা করা হবে।

ডিএইচ/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |